পানছড়ি লোগাং জোনের উদ্যেগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ


প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২২, ৩:৪১ অপরাহ্ন / ৩৯৮
পানছড়ি লোগাং জোনের উদ্যেগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

 

প্রতিনিধি, পানছড়ি মোঃ চাঁন মিয়া (খাগড়াছড়ি)

খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী পানছড়ির লোগাং জোনের অন্তর্গত দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে (পানছড়ি ব্যাটালিয়ন) ৩ বিজিবি লোগাং জোন উপজেলার লোগাং উচ্চ বিদ্যালয় ও করল্যাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সেবা প্রদান করা হয় ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল দশটা থেকে এলাকার অসহায়, হতদরিদ্র, অসুস্থ আবাল-বৃদ্ধ-বনিতা ও বিদ্যালয় শিক্ষার্থীরা এ সেবা গ্রহন করেন। লোগাং জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো: মশিউর রহমান এ সেবা প্রদান করেন। স্থানীয় বয়োবৃদ্ধ কাঞ্চন মনি কার্বারী, অঙ্গদা কার্বারী ও বিজয় কুমার চাকমা জানান, এই বিদ্যালয় মাঠটি এলাকার মধ্যমনি। যার ফলে বুদ্ধরাম পাড়া, লক্ষীরাম পাড়া, রত্নসেন পাড়া, বাবুড়া পাড়া, মাতুলীপাড়ার মানুষগুলো খুব সহজেই সেবা গ্রহন করতে পেরেছে। লোগাং জোনের এই মহতী উদ্যেগ ও সুন্দর ব্যবস্থাপনার জন্য সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করেন

এ/ মনি ২১