গাইবান্ধা প্রতিনিধি
আজ শনিবার দুপুরে গাইবান্ধার সদর উপজেলার কামারজানীর বারোবলদিয়া এলাকায় গিদারী, কামারজানী ও মালিবাড়ী ইউনিয়নবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, কামারজানী ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান, মারুফ মিয়া, মতিউর রহমানসহ স্থানীয় সচেতন মহল।
বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ডের অধীনে নদী শাসনের জন্য ব্লক তৈরির কাজের ব্যাপক অনিয়ম ও দূর্ণীতি করা হচ্ছে। ব্লক তৈরিতে শিডিউল অনুযায়ী যে সিমেন্ট দেয়ার কথা ছিলো তা তো দেওয়া হচ্ছেই না পরিমানে কম দেয়া হচ্ছে। এছাড়াও মানহীন বালু, পাথড় দিয়ে তৈরি করা হচ্ছে সিসি ব্লক। এতে সরকারের শুধু অর্থই ব্যায় হলেও কাঙ্খিত ফল পাওয়া যাবেনা জানান তারা। তাদের দাবি শিডিউল অনুযায়ী সিসিব্লকের কাজ সম্পন্ন করা হোক।
গত বুধবার কাজের এই অনিয়ম ও দূর্ণীতির প্রেক্ষিতে স্থানীয়রা এই ঠিকাদারের ব্লক তৈরির কাজ বন্ধ করে ।
আপনার মতামত লিখুন :