
পাবনার আতাইকুলা থেকে ডেমড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ভাঙা জায়গায় তৈরি হয়েছে বড় বড় খানা-খন্দ, বৃষ্টির পানিতে ডুবে থাকে রাস্তাঘাট। সাধারণ মানুষ, কৃষক, স্কুল-কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীরা এই রাস্তায় চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে এ সড়কটির সংস্কার হয়নি। বহুবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এক বাসচালক ক্ষোভ প্রকাশ করে বলেন রাস্তা এতটাই খারাপ যে গাড়িচালানোই মুশকিল। প্রায়ই দুর্ঘটনা ঘটে, কিন্তু কারও নজরে আসে না।”
গ্রামীণ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :