পারভীন সুলতানার একক সঙ্গীত সন্ধ্যা শুক্রবার


প্রকাশের সময় : জুন ২৭, ২০২৪, ১০:০২ অপরাহ্ন / ২৫১
পারভীন সুলতানার একক সঙ্গীত সন্ধ্যা শুক্রবার

বিনোদন প্রতিবেদক

দেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী পারভীন সুলতানার একক সঙ্গীত সন্ধ্যা ২৮ জুন (শুক্রবার)। সাংস্কৃতিক সংগঠন সপ্তসুর এই অনুষ্ঠানের আয়োজক।
রাজধানীর ধানমণ্ডি ক্লাবের ফ্যামিলি লাউঞ্জে ‘গানে মোর কোন ইন্দ্রধনু’ শীর্ষক এই সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
সঙ্গীতে শিল্পী পারভীন সুলতানার পদযাত্রা আশির দশকের শুরুতে। এখন পর্যন্ত তার ২৭টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। প্রধানত নজরুল সঙ্গীত, আধুনিক এবং হারানো দিনের গানের একজন বিশেষায়িত শিল্পী তিনি। এর বাইরে তিনি একজন রোটারিয়ান এবং প্রসঙ্গ নজরুল সঙ্গীত (প্রনস) গ্রুপের সাধারণ সম্পাদক।


There is no ads to display, Please add some