[gtranslate]

পার্বতীপুরের চন্ডিপুর ইউনিয়নে বৈষম্য নিরসনে জিবিকে’র গনশুনানি অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৫, ৯:৩৯ অপরাহ্ন / ৭৮
পার্বতীপুরের চন্ডিপুর ইউনিয়নে বৈষম্য নিরসনে জিবিকে’র গনশুনানি অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা ফেসিং জনপ্রতিনিধি, সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে এক গনশুনানি অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুরের বে-সরকারী উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র ও ডেমোক্রেসি ওয়াচের যৌথ উদ্যোগে আজ (২১ অক্টোবর) মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউপি সদস্য আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত গনশুনানিতে বক্তব্য রাখেন, জিবিকের মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার শ্যামল কান্তি সিংহ রায়, চন্ডিপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহুয়া সুলতানা, চন্ডিপুর ইউনিয়ন পরিষদের সহকারী সচিব মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার শারমিন আক্তার (সিএইচসিপি), ইউপি সদস্য সাদিকুল ইসলাম, ডেমোক্রেসি ওয়াচের নাগরিক প্লাটফর্মের সদস্য মেনহাজুল ইসলাম তারেক ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন, ফিল্ড কো-অর্ডিনেটর সবুজ সরকার ও নাগরিক প্লাটফর্মের কিশোরী সদস্য উম্মে কুলসুম (মনি)।

গনশুনানি অনুষ্ঠানে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জীবন মান উন্নয়নে নিজেদের নানা বিষয় তুলে ধরা হয়। ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে স্থানীয় এলাকাবাসী নাগরিক সুবিধা, কৃষি ও স্বাস্থ্য সম্পর্কিত নানা বিষয়ে প্রশ্ন তুলে ধরেন। তারা সকলেই তাৎক্ষণিক জবাবদানের মাধ্যমে কিছু কিছু সমস্যা চিহ্নিত করে, অনুষ্ঠান চলাকালেই তা সমাধানের দিকে নজর দেন।