

দিনাজপুরের পার্বতীপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ (২৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী গোবিন্দ রায়।
গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে পার্বতীপুর–ফুলবাড়ী সড়কের হাবড়া ইউনিয়নের চতরা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ীগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ১১০ সিসি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সোহাগ নিহত হন। গুরুতর আহত অবস্থায় গোবিন্দ রায়কে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সোহাগ রংপুর সদর উপজেলার চন্দন পাট এলাকার নিত্যানন্দের ছেলে। তিনি সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন। আহত গোবিন্দ রায় একই গ্রামের পুষ্প রায়ের ছেলে।
দুর্ঘটনার খবর পেয়ে ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। অভিযোগ না থাকায় নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :