[gtranslate]

পার্বতীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৫:২৬ অপরাহ্ন / ৭৮
পার্বতীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনের সভাপতিত্বে বিকেল ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার পূজামণ্ডপগুলোর নের্তৃবর্গ, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সাংবাদিকদের অংশগ্রহণে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সেনাবাহিনীর লেফটেন্যান্ট মেরাজুল হক মাহী, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকরুল ইসলাম, পিআইও কর্মকর্তা মোহাম্মদ ছানাউল্লাহ, আনসার ভিডিপি কর্মকর্তা জাহিদুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হেমাইল কবির, পার্বতীপুর পূজা উদযাপন কমিটির উপজেলা সাধারণ সম্পাদক বাবু দীপেশ চন্দ্র রায়, মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, রামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান একরামুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা, সন্ধ্যা ৭ টার মধ্যেই বিসর্জন, সিসিটিভি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ বছর পার্বতীপুর উপজেলার মোট ১৩৮ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সভায় কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে প্রত‍্যেক পূজামণ্ডপে ৫০০ কেজি করে জিআর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জে/এ