মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি-
দিনাজপুরের পার্বতীপুরে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর।
পার্বতীপুর উপজেলা কৃষি অফিস চত্ত্বরে আয়োজিত কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর। বিশেষ অতিথি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লুৎফুন নাহার ও মোহাম্মদ আলী রুবেল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুর রহমান। সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ান। কৃষি মেলার উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
উদ্বোধনের পর প্রধান অতিথি কৃষি কর্মকর্তাকে সাথে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় অনেক জাতের নতুন নতুন উদ্ভাবনী ফসলের চাষ পদ্ধতি ও সার প্রয়োগের পদ্ধতি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকদেরকে বুঝিয়ে দেন কৃষি কর্মকর্তা। এ সময় পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :