আরাফাত হোসেন বেলাল লংগদু
রাঙামাটির লংগদুতে বার বছরের এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগে মোঃ নাজমুল হোসেন রানা (২০) নামে এক বাঙালী তরুণকে গ্রেপ্তার করেছে লংগদু থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলের দিকে অভিযোগের ভিত্তিতে গোপন সূত্রে লংগদুর ৩ নম্বর গুলশাখালী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের কাকপাড়িয়া (শান্তি নগর) এলাকা থেকে আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন।আসামী মোঃ নাজমুল হোসেন রানা লংগদুর ৩ নম্বর গুলশাখালী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের কাকপাড়িয়া (শান্তি নগর) এলাকার মোঃ হারুন মিয়ার ছেলে। অন্যদিকে ভূক্তভোগী কিশোরী ঐ এলাকার বাসিন্দা।এলাকাবাসীদের বরাত দিয়ে তিনি জানান, অনেকদিন ধরে আসামী নাজমুল হোসেন তার এলাকার এক পাহাড়ি কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। গতকাল বুধবার বিকেলে আসামী কিশোরীকে অপহরণ করে ইসমাঈল হোসেন এর আম বাগানোর ভিতরে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক ধর্ষণ করে । এক পর্যায়ে বাড়িতে কিশোরীকে না পেয়ে পরিবারের স্বজনরা খুঁজতে থাকেন।
এলাকাবাসীরা মিলে অনেক খোঁজাখুজির পর এলাকার কাকপাড়িয়া (শান্তি নগর) ইসমাঈল হোসেন এর আম বাগানোর ভিতর থেকে কিশোরীকে উদ্ধার করে। উদ্ধারের পর কিশোরীকে তার মা ও ভাই জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বিস্তারিত খুলে বলে। পরবর্তীতে বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজন, মেম্বার, চেয়ারম্যানের সাথে আলোচনা করলে কিশোরীর বাবাকে আইনের আশ্রয় নিতে বলা হয়।লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন,‘ বৃহস্পতিবার দুপুরে পাহাড়ি এক কিশোরীর বাবা থানায় এসে মামলা দায়ের করেন। পরে গোপন সূত্রের ভিত্তিতে বিকেলে আসামী নাজমুলকে গ্রেপ্তার করা হয়।
আপনার মতামত লিখুন :