পীরগঞ্জ উপ‌জেলা আনসার ও ভি‌ডি‌পি বৃক্ষরোপন কর্মসূচি পালিত


প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ন / ৯২
পীরগঞ্জ উপ‌জেলা আনসার ও ভি‌ডি‌পি বৃক্ষরোপন কর্মসূচি   পালিত

মোঃ মাহফুজুর রহমান,
স্টাফ রিপোর্টার-

ঠাকুরগাঁওে পীরগঞ্জ উপজেলা বাংলা‌দেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বা‌হিনীর সম্মা‌নিত মহাপ‌রিচালক ম‌হোদ‌য়ের নি‌র্দেশে ও জেলা কমান্ড‌্যান্ট ঠাকুরগাঁও ম‌হোদ‌য়ের এর তত্বাবধা‌নে বৃক্ষ‌রোপন কর্মসূ‌চি পা‌লিত হয়।

এ সময় উপ‌জেলা আনসার ও ভি‌ডি‌পি কার্যাল‌য়ের ১৪ টি আনসার ভি‌ডি‌পি ক্লা‌বে, প্রস্তাুবিত উপ‌জেলা আ‌ভি কার্যাল‌য়ের জ‌মি‌তে,সম্প্রতি প্রদান কৃত গৃহহী‌নের জায়গায় ৭০ টি ফলজ,৬০ টি ঔ‌ষো‌ধি ও ৭০ টি বনজ গা‌ছের চারা মি‌লে ২০০ টি গা‌ছের চারা রোপন করা হয়।

বৃক্ষরোপ‌নের সময় উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা আনসার ভি‌ডি‌পি কর্মকর্তা মো. হারুন অর রশীদ, উপ‌জেলা প্রশিক্ষক না‌হিদ সুলতান, উপ‌জেলা প্রশি‌ক্ষিকা সন‌জিতা রা‌নি রায়, ইউ‌নিয়ন ও ওয়া‌ডের দল‌নেতা-দল‌নে‌ত্রী ও বি‌ভিন্ন পদবীর আনসার কমান্ডারগণ।

এসময় উপস্থিত ছিলেন কমান্ডার, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আনসার ও ভিডিপি কমান্ডারসহ আনসার ও ভিডিপি’র দলনেতা ও দলনেত্রীবৃন্দ।

মোঃ হারুন রশিদ বক্তব্যে বলেন, আসুন সকলে দেশের পরিবেশ রক্ষার্থে ও বিশুদ্ধ অক্সিজেনের জন্য বাড়ির আঙিনায় বৃক্ষরোপন করি। গাছ মানুষের পরম বন্ধু।


There is no ads to display, Please add some