পোরশার গুন্দইল ইয়ংস্টার ক্লাবের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদযাপন”


প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২২, ১০:১৩ অপরাহ্ন / ৩৯১
পোরশার গুন্দইল ইয়ংস্টার ক্লাবের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদযাপন”

 

মো নাহিদ হাসান নওগাঁঃ

নওগাঁ জেলা পোরশা উপজেলার মুর্শিদপুর ইউনিয়নের গুন্দইল ইয়ংস্টার ক্লাবের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী এবং বিজয় দিবস উদযাপন হয়েছে।
আজ সকাল ৮ টায় গুন্দইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় রালির মাধ্যমে ২৫ বছর ফুর্তিতে রজতজয়ন্তী উন্মাদনায় মেতে উঠেছেন উক্ত গ্রামের নানান শ্রেণী পেশার মানুষ। ১৯৯৭ সালে সামাজিক কাজে মানুষকে সাহায্য করার উদ্দেশ্য নিয়েই পথচলা শুরু করে ইয়ং স্টার ক্লাবটি। পরবর্তীতে ৪২০ নাম্বার সরকারি রেজিস্ট্রেশন লাভ করে ক্লাবটি। শুরুর দিকে ১৭ টি সদস্য নিয়ে গঠিত হয় ক্লাবটি। দুই দশক পরে ৫৮ সদস্য নিয়ে গত দুই দশক এর বেশি সময় অতিবাহিত করে ২৫ তম বর্ষে পদার্পণ করলেন ক্লাবটি । ২৫ বছরে এই ক্লাবের আওতায় অনেক শ্রেণী পেশার মানুষ উপকৃত হয়েছেন নানান সাহায্য সহযোগিতায়,এমনি বলছেন স্থানীয় বাসিন্দারা।

ক্লাবের কর্তৃপক্ষরা বলেন, আমাদের কাছে যদি কেউ কোন সাহায্যের জন্য আসে তাহলে তাকে খালি হাতে ফিরে যেতে হয়না৷ আমরা ক্লাবটি তৈরি করেছি মানুষের আপদে-বিপদে পাশে থাকার জন্য। নিজ সংসার পরিচালনা করার জন্য না। এই ২৫ বছরে আমরা অনেক মানুষের সাহায্য করেছি। কারু বিয়ের জন্য অর্থ দিয়েছি, লাশ দাফন করার জন্য অর্থ দিয়েছি, প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষের ঘর ঠিক করে দিয়েছি, বন্যার পরে রাস্তা সংস্করণ করেছি। আমরা আরো অনেক কিছু করতে চাই। সরকার আমাদের ফ্যান্ডে পর্যাপ্ত অর্থ দিচ্ছেন। তারপরে সরকারের কাছে আবেদন জানাই যাতে করে আর একটু সাহায্য করা হয়। তাহলে আমরা আশা করি নওগাঁ জেলার মধ্যে শ্রেষ্ঠ সাহায্যকারী ক্লাব হিসাবে আমাদের গুন্দইন ইয়ং স্টার ক্লাব এক নাম্বারে থাকবে।


There is no ads to display, Please add some