প্রকৌশলী আলহাজ্ব ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২২, ১০:০১ অপরাহ্ন / ৩৭২
প্রকৌশলী আলহাজ্ব ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

.এম রিয়াদুর রহমান রিয়াদ, স্টাফ রিপোর্টার।

শেরপুরের ঝিনাইগাতী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে
প্রকৌশলী আলহাজ্ব ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর শনিবার বিকাল ৩ ঘটিকায় এ খেলার উদ্ধোধন করা হয়।

ঝিনাইগাতী ইয়ুথ ক্লাবের আয়োজনে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার খাঁন শাওন এর সভাপতিত্বে উক্ত খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউ.এন.ও) ফারুক আল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসি তদন্ত আবুল কাশেম, জেলা পরিষদের সদস্য আবু তাহের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ এ.কে.এম বেলায়েত হোসেন, ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক ফারুক আহমাদ প্রমুখ। মাসব্যাপী এ খেলায় শেরপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ১২টি দল অংশ গ্রহন করবে। ১২ টি দলের চুড়ান্ত পর্বসহ মোট ১৯টি খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১৭ ডিসেম্বর চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে। আজকের উদ্বোধনী ৯০ মিনিটের এ খেলায় শেরপুর একটিভ ক্লাব বনাম ঝিনাইগাতী ফুটবল একাদশ অংশ গ্রহন করে। উক্ত খেলায় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদগণ এ খেলা উপভোগ করেন।