ডেস্ক রিপোর্টঃ
মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশ জাসদ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাসদের সহঃ দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আজ ৩১ আগস্ট ২০২৪, শনিবার, সন্ধ্যা ৬টায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশ জাসদ এর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বাংলাদেশ জাসদ এর নেতৃত্ব দেন দলের সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়া। প্রতিনিধি দলে ছিলেন দলের সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক করিম সিকদার, মনজুর আহমেদ মনজু।
নেতৃবৃন্দ বাংলাদেশ জাসদের পক্ষে ৮ দফা প্রস্তাবনা তুলে ধরেন।
প্রস্তাবনাসমুহ:
০১। বিদ্যমান সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যাতে আবার নুতন কোন স্বৈরাচার চেপে না বসে।
০২। দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ কায়েম-
উচ্চ কক্ষের স্পীকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে পারে।
০৩। দেশকে ৫/৬টি প্রদেশে বিভক্ত করে ফেডারেল কাঠামোতে শাসন ব্যবস্থা বিন্যস্ত করা।
০৪। নির্বাচনের ক্ষেত্রে বর্তমান পদ্ধতির পাশাপাশি রাজনৈতিক দলসমূহের প্রাপ্ত ভোট অনুযায়ী সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করা।
০৫। লুটপাট ও সম্পদ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ও দায়ীদের বিচার করা। লুণ্ঠিত টাকা উদ্ধার ও জাতীয় রাজনীতিতে অবাঞ্চিত ঘোষণা করা।
০৬। পুলিশ পূনর্গঠন- স্বাধীন বিচার ব্যবস্থা- কালাকানুন বাতিল করা।
০৭। বৈষম্যমূলক রাজনৈতিক দলবিধি বাতিল করা।
০৮। শিক্ষা কমিশন ও স্বাস্থ্য কমিশন গঠন।
আপনার মতামত লিখুন :