প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিতে জড়িত থাকায় লালমনিরহাটের আদিতমারীতে আওয়ামী লীগের সহ-সভাপতিকে বহিষ্কার


প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৪, ৭:৪৩ অপরাহ্ন / ৮৯
প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিতে জড়িত থাকায় লালমনিরহাটের আদিতমারীতে আওয়ামী লীগের সহ-সভাপতিকে বহিষ্কার

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি-

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)র পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমানকে স্বীয় পদ থেকে বহিস্কার করেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগ।

শনিবার (১৩ জুলাই) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ আওয়ামী লীগ, আদিতমারী উপজেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠন বিরোধী, শৃঙ্খলা-পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোঃ মিজানুর রহমান (সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, আদিতমারী উপজেলা শাখা, লালমনির হাট) কে স্বীয় পদ থেকে বহিষ্কার করা হলো।”

এ ব্যাপারে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম বলেন, চলমান পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


There is no ads to display, Please add some