প্রেম প্রত্যাখ্যান করায় নামাজরত অবস্থায় কিশোরীকে ছুরিকাঘাত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২৫, ৬:৫১ অপরাহ্ন / ৩৮
প্রেম প্রত্যাখ্যান করায় নামাজরত অবস্থায় কিশোরীকে ছুরিকাঘাত

রিয়াজুল হক সাগর, রংপুর অফিস

প্রেম প্রত্যাখ্যান করায় দিনাজপুরের কাহারোলে নামাজরত অবস্থায় এক বখাটের ছুরিকাঘাতে আহত কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩ টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।কিশোরীর চাচা বায়োজিত সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানায়, গত বুধবার রাত ৮টার দিকে নিজ বাড়িতেই নামাজ পড়ছিল কাহারোল উপজেলার দ্বীপনগর গ্রামের জুয়ের রানার ১৫ বছর বয়সী মেয়ে। এ সময় তার বাড়ির প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে আরিফ হোসেন (১৮)। সে প্রবেশ করেই নামাজরত অবস্থায় কিশোরীকে কোমরে আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় কিশোরী চিৎকার চেঁচামেচি করলে আরিফ পালিয়ে যায়। পরে কিশোরীকে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ৩ টার দিকে মৃত্যুবরণ করে ওই কিশোরী। এই ঘটনায় জড়িত তরুণ কারাগারে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কিশোরীকে ছুরিকাঘাতের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় বখাটে তরুণ কাহারোল উপজেলার ভাতগাঁ গ্রামের আবুল কালামের ছেলে আরিফ হোসেন (১৬) কে বুধবার দিবাগত রাতেই গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।কিশোরীর পরিবারের পক্ষ থেকে যে মামলাটি দায়ের করা হয়েছে সেই মামলায় এখন হত্যার ধারা যুক্ত হবে।নিহতের চাচা বায়োজিত সারোয়ার এই ঘটনায় জড়িত ওই বখাটের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই এই বখাটে তরুণ আমার ভাতিজিকে প্রেম নিবেদনের মাধ্যমে উত্ত্যক্ত করতো। গত দুদিন আগেও ওই বখাটে আমাদের বাড়িতে প্রবেশ করেছিল। পরে স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে তাকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর সে সকলের অগোচরে বাড়িতে প্রবেশ করে আমার ভাতিজিকে কুপিয়েছে। এমন ঘটনা যাতে করে আর কারও পরিবারে না ঘটে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এই ঘটনায় আরও যদি কেউ জড়িত থাকে তাহলে তাকেও আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।


There is no ads to display, Please add some