ডেস্ক রিপোর্ট :
দুবাইয়ে এশিয়া কাপ ২০২৫ ফাইনালের আগে ভারত–পাকিস্তান লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। রোববার মরুর বুকে শিরোপা নির্ধারণী এই মহারণে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। চলতি আসরে ইতোমধ্যেই দু’বার ভারতের বিপক্ষে মুখোমুখি হয়ে দুইবারই হেরেছে পাকিস্তান। তবে শেষ পর্যন্ত বাংলাদেশকে হারিয়ে ফাইনালের টিকিট কেটে স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাবর আজমের দল।
ফাইনালের আগে পাকিস্তান শিবিরে আত্মবিশ্বাস ছড়িয়ে দিয়েছেন দলের প্রধান কোচ মাইক হেসন। তিনি জানিয়েছেন, আগের দুই হারের পরও পাকিস্তান উন্নতির ধারা দেখিয়েছে। বিশেষ করে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দলটি দীর্ঘ সময় ম্যাচের নিয়ন্ত্রণে ছিল বলে দাবি করেন তিনি।
হেসন বলেন, “ভারতের বিপক্ষে শেষ ম্যাচে আমরা প্রথম খেলার তুলনায় অনেক ভালো করেছি। প্রথম ম্যাচটা ছিল কিছুটা নিষ্ক্রিয়, আমরা ভারতকে নিয়ন্ত্রণ নিতে দিয়েছিলাম। কিন্তু দ্বিতীয় ম্যাচে আমরা দীর্ঘ সময় খেলার লাগাম শক্ত করে ধরে রেখেছিলাম। শেষ দিকে অভিষেক শর্মার অসাধারণ ইনিংস আমাদের কাছ থেকে ম্যাচটা নিয়ে যায়।”
শিরোপা লড়াইকে সামনে রেখে খেলোয়াড়দের উদ্দেশে স্পষ্ট বার্তাও দিয়েছেন হেসন। তার ভাষায়, “আমার বার্তা একটাই—শুধু ক্রিকেটে মনোযোগ দিতে হবে, সেটাই আমরা করব। এমন ম্যাচে আবেগ থাকবেই, কিন্তু আমাদের লক্ষ্য হবে ক্রিকেট। ভারত বিশ্বের শীর্ষ দল, এর পেছনে কারণ আছে। আমাদের চ্যালেঞ্জ হলো তাদেরকে দীর্ঘ সময় চাপে রাখা।”
তিনি আরও যোগ করেন, “আমরা এই সুযোগ প্রাপ্য এবং এখন সেটাকে কাজে লাগানো আমাদের দায়িত্ব। আমাদের লক্ষ্য শিরোপা জেতা, এবং এজন্য শুরু থেকেই ভারতকে চাপে ফেলতে হবে।”
রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত ফাইনাল। কোটি ক্রিকেটপ্রেমী অপেক্ষা করছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে নতুন ইতিহাসের সাক্ষী হওয়ার।






আপনার মতামত লিখুন :