ডেস্ক রিপোর্ট :
ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অপরাধে মোট ১৭ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের বড় মসজিদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন।
অভিযানে পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে একজনকে ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রির দায়ে বড় মসজিদসংলগ্ন স্টার লাইন সুইটস ও তারেক সুইটসকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে রেজিস্ট্রেশনবিহীন গাড়ি ও নির্ধারিত স্থান ছাড়া গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টির দায়ে একটি মিনি ট্রাক চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে বিভিন্ন মামলায় মোট ১৭ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন ফেনী মডেল থানার এএসআই মোবারক হোসেনসহ পুলিশের একটি দল। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






আপনার মতামত লিখুন :