ফেনীতে সড়ক দূর্ঘটনায় এইচএসসি পরিক্ষার্থী নিহত


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৪, ৯:৩৪ অপরাহ্ন / ৭২
ফেনীতে সড়ক দূর্ঘটনায় এইচএসসি পরিক্ষার্থী নিহত

মোঃ শরিফুল ইসলাম রাজু,নিজস্ব প্রতিবেদক-

ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে উঠে রবিউল আলম সামীর (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

তিনি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ছোচনা গ্রামের মো. সেলিমের ছেলে।

নিহত সামীর ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার (১৪ জুলাই) কলেজ শেষ করে ফেনীর মহিপাল থেকে একটি যাত্রীবাহী বাসে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী সামির। বাসটি মহাসড়কের ফতেহপুর পর্যন্ত যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের উপরে উঠে যায়।

তাৎক্ষণিক পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এগিয়ে এসে সামীরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

মহিপাল হাইওয়ে পুলিশের ওসি মোস্তফা কামাল জানান, দুর্ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। ক্ষতিগ্রস্ত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।