
আবদুল্লাহ আল মামুন:
ফেনীর দাগনভূঞা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উপলক্ষে র্যালি ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে এসে শেষ হয়।

দাগনভূঞা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন জিলানী, উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ মাছুম বিল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুর রহমান ও দাগনভূঞা একাডেমির শিক্ষক মোঃ আবদুল জলিল। এছাড়াও শিক্ষার্থী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারী ও সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
এসময় হাত দোয়ার উপর গুরুত্ব আরোপসহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য সকলকে সচেতন করেন এবং জীবানুমুক্ত না থাকলে শরীরে বিভিন্ন ভাইরাস আক্রান্ত হয় বলেও সর্তকর্তসহ বিভিন্ন দিকনিদের্শনামূলক বক্তব্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবসের সমাপ্তি করেন।
আপনার মতামত লিখুন :