

আবদুল্লাহ আল মামুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৮ অক্টোবর) ফেনী জেলার দাগনভূঞা পৌর যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।

পৌর যুবদলের আহবায়ক, সাবেক ছাত্রদল নেতা ও সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের সাবেক ভিপি মোহাম্মদ ইমাম হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কন্ট্রাক্টর আলাউদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শামীম ওসমান, ফারুক,জাহাঙ্গীর, লিমন, জহির ভূঞা, সুজন,মতিনসহ পৌর যুবদলের অন্যান্য সদস্যরা।

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি লাগানো হয়।
পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইমাম হোসেন বলেন,পরিবর্তনশীল জলবায়ু মোকাবেলা বৃক্ষ রোপণ পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং প্রাণীকুলের জন্য বাসযোগ্য পরিবেশ তৈরীতে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :