[gtranslate]

ফেনী জেনারেল হাসপাতালের আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভ চাকরির নিশ্চয়তা ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসমাবেশ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৫, ৫:০৫ অপরাহ্ন / ৫৫
ফেনী জেনারেল হাসপাতালের আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভ  চাকরির নিশ্চয়তা ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসমাবেশ
ডেস্ক রিপোর্ট :

ফেনী: ঠিকাদার ব্যতীত সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ, চাকরির নিশ্চয়তা, বকেয়া বেতন পরিশোধ, চাকরিচ্যুতদের পুনর্বহালসহ আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের দাবিতে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আউটসোর্সিং কর্মীরা বিক্ষোভ ও মহাসমাবেশ করেছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে হাসপাতাল প্রাঙ্গণে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে তারা কম বেতন, চাকরির অনিশ্চয়তা ও ঠিকাদারী জটিলতার মধ্যে কাজ করে যাচ্ছেন। কিন্তু কোনো স্থায়ী সমাধান না হওয়ায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা।

বিক্ষোভে অংশ নেওয়া কর্মীরা বলেন, “আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।” তারা দ্রুত সরকারের হস্তক্ষেপ দাবি করেন।

এদিকে হাসপাতাল প্রশাসন কর্মীদের দাবি মেনে নেওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে আন্দোলনের কারণে সেবায় সাময়িক বিঘ্ন ঘটছে বলে জানা গেছে।