স্টাফ রিপোর্টার
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, ফ্যাসিবাদকে সমূলে উচ্ছেদ করতে হলে বিদ্যমান দমনমূলক ও কর্তৃত্বমূলক শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। দলকেন্দ্রিক শাসন ব্যবস্থার বিপরীতে শ্রম-কর্ম-পেশাভিত্তিক শাসন ব্যবস্থার মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। বিদ্যমান ব্যবস্থা অক্ষত রেখে বা জোড়াতালি দিয়ে শাসন ক্ষমতার মৌলিক রূপান্তর সম্ভব হবে না। রাষ্ট্রক্ষমতায় উৎপাদন বন্টনে নীতি নির্ধারণে সমাজ শক্তির অংশীদারিত্ব দেশের রাজনৈতিক সংস্কৃতি, শিল্প সাহিত্যের সকল ক্ষেত্রে এক অভূতপূর্ব জাগরণের সৃষ্টি হবে।এই এই ধরনের জাগরণ অভ্যন্তরীণ ও বাইরের সকল অপশক্তির ষড়যন্ত্র ও চক্রান্তকে মোকাবিলা করে একদিকে যেমন স্বাধীনতা
সার্বভৌমত্ব থেকে সুরক্ষা দেবে তেমনি অন্যদিকে কার্যকর জাতীয় ঐক্য গড়ে তুলবে। জনগণের অংশগ্রহণ ভিত্তিক রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া জনগণের মুক্তি সম্ভব নয়।
গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ) জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্য আ স ম আবদুর রব এসব কথা বলেন।
উত্তরাস্থ বাসভবনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, তানিয়া রব, মোঃ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।
আপনার মতামত লিখুন :