বউ ফিরে পেতে হাইকোর্টে রংপুরের যুবক!


প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২২, ১:২৮ অপরাহ্ন / ৪৪৬
বউ ফিরে পেতে হাইকোর্টে রংপুরের যুবক!

রংপুর প্রতিনিধি ঃ
রংপুর বদরগঞ্জের শ্যাম সুন্দর রায়। ভালোবেসে বিয়ে করেছেন একই জেলার হেমা শর্মাকে। কন্যার পরিবারের সম্মতি না থাকায় চলতি বছরের ১৩ জানুয়ারি কোর্ট ম্যারেজ করেন । তারপর ঘরোয়াভাবে সেরেছেন ধর্মীয় আনুষ্ঠানিকতা।
কিন্তু বিয়ের আনন্দ ধরে রাখতে পারেননি শ্যাম সুন্দর। পরদিনই পুলিশ আর স্ত্রীর পরিবারের লোকজন হাজির হয় তার বাড়িতে। পাত্রীর বয়স ১৮ বছরের কম- এমন কারণ দেখিয়ে জোরপূর্বক তাকে ফিরিয়ে নিয়ে যান অভিভাবকরা।
অথচ মেয়ের জন্ম নিবন্ধন সনদ বলছে, জন্ম তারিখ ৫ মার্চ ২০০৩। সেই হিসাবে বিয়ের দিন তার বয়স ছিল ১৮ বছর ১০ মাস ১৩ দিন।
ওই দিনের পর থেকে স্ত্রীর সঙ্গে আর দেখা হয়নি শ্যামের। সুযোগ পাননি কথা বলারও। পরিবারের পক্ষ থেকে হেমাকে রাখা হয় আইন ও সালিশ কেন্দ্রের জিম্মায়।
এমন পরিস্থিতিতে সোমবার (৩১ অক্টোবর) নিজের স্ত্রীকে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন শ্যাম।


There is no ads to display, Please add some