বগারপাড় স্কুল কর্তৃপক্ষের অবহেলায় ১০৫ শিক্ষার্থীর হলো না পরীক্ষা


প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২২, ৮:৪৭ অপরাহ্ন / ৪৮৯
বগারপাড় স্কুল কর্তৃপক্ষের অবহেলায় ১০৫ শিক্ষার্থীর হলো না পরীক্ষা

 

কামরুজ্জামান লিটন, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ীতে স্কুল কতৃপক্ষের অবহেলায় বিপাকে পড়েছেন বার্ষিক পরীক্ষা দিতে আসা ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর ১০৫ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বগারপাড় উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা /গার্হস্থ্য বিজ্ঞান ও ৭ম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষায় ঘটে এমন ঘটনা। যথা সময়ে পরীক্ষার হলে উপস্থিত হয়েও প্রশ্নপত্র না পেয়ে পরীক্ষা দিতে পারেনি ঐ সকল শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থী ও বিদ্যালয় সুত্রে জানা গেছে, সরিষাবাড়ি উপজেলার বগারপাড় উচ্চ বিদ্যালয়ে এবারের বার্ষিক পরীক্ষায় ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণীর ১৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। বৃহস্পতিবার ছিল কৃষি শিক্ষা /গার্হস্থ্য বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা। সকাল ১১টায় শুরু হয় পরীক্ষা। এতে অন্য শ্রেণীর শিক্ষার্থী পরীক্ষা দিতে পারলেও ষষ্ঠ শ্রেণির গার্হস্থ্য ও সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রশ্নপত্র খোঁজে পাওয়া যায়নি। ওই শিক্ষার্থীরা নৈর্ব্যক্তিক পরীক্ষা দিতে পারলেও সৃজনশীল পরীক্ষা দিতে পারেনি। সৃজনশীল পরীক্ষা পরে নেওয়া হবে বলে জানিয়ে দেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরীক্ষা দিতে না পারায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীদের মধ্যে লাবনী আক্তার, সুরমি আক্তার, তারেক, মানিক, লামিয়া, আশা, আফরিন, লাবন্য অভিযোগ করে বলেন, যথা সময়ে হলে এসেও পরীক্ষা দিতে পারিনি। শিক্ষকদের জিজ্ঞেস করা হলে কৃষি শিক্ষা /গার্হস্থ্য বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রশ্ন আসেনি বলে জানান। পরে আগামী ১৩ ডিসেম্বর প্রশ্নপত্র এনে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে দেন।

বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ের শিক্ষক মমতাজ বেগম বলেন, প্রশ্ন সংগ্রহ করে আনার দায়িত্ব প্রধান শিক্ষকের আজ লিখিত প্রশ্ন না থাকার কারনেই পরীক্ষা হয়নি।

এ-ব্যাপারে বগারপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন বলেন, প্রশ্নে ত্রুটি থাকার কারণে হয়তো প্রশ্নপত্রের বান্ডিলে প্রশ্নপত্র আসেনি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার হাতে আজ সময় কম। তাই বেশি তথ্য দিতে পারবেন না বলে জানান।

এ-ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে, বার বার মোবাইলে ফোন দিলেও তিনি রিসিভ করেনি।

 


There is no ads to display, Please add some