বগুড়ায় পুলিশ সুপারের বদলিজনিত বিদায় অনুষ্ঠান


প্রকাশের সময় : জুলাই ২, ২০২৪, ৯:১৭ পূর্বাহ্ন / ১০৪
বগুড়ায় পুলিশ সুপারের বদলিজনিত বিদায় অনুষ্ঠান

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

বগুড়া জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তীর বদলিজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুলাই) দুপুরে শহরের চারমাথা কেন্দ্রীয় বাসটার্মিনালে বগুড়া জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতি, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, আন্তঃ জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক-ট্যাংকলড়ি কাভার্ডভ্যান মালিক সমিতির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি শাহ মোঃ আখতারুজ্জামান ডিউকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী। সংগঠনের কার্যকরি সভাপতি তৌফিক হাসান ময়না এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। এসময় আরো বক্তব্য রাখেন জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, জেলা ট্রাক-ট্যাংকলড়ি কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সরকার, আন্তঃ জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, আন্তঃ জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পশ্চিম বগুড়া সিএনজি মালিক সমিতির সভাপতি খোরশেদ আলমসহ প্রমুখ।

অনুষ্ঠানে ৪টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এরপর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।।


There is no ads to display, Please add some