এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার-
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ জুলাই, শনিবার) সকাল সাড়ে ১১ টায় শহীদ টিটু মিলনায়তন প্রাঙ্গনে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে ০৭ দিন ব্যাপী বৃক্ষেরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
জাকির হাসান, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া মহোদয় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়া উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, গাছ আমাদের পরম বন্ধু, গাছের কারণে আমরা অক্সিজেন সংগ্রহ করে বেঁচে আছি। গাছ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। অবাধে গাছ নিধন করার জন্য বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটছে। তারা আরও বলেন, একটি গাছ কাটলে কমপক্ষে আরও ৩টি গাছ রোপন করতে হবে।
মেলায় ৩৯টি স্টলে ২৯টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর আগে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। মেলা ১৩ জুলাই থেকে চলবে ১৯ জুলাই পর্যন্ত।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকসহ ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :