

বগুড়া জেলার,আদমদীঘি উপজেলা বিএনপির আয়োজনে-শারদীয় দূর্গা পুজা উপলক্ষে উপজেলার ৬৫ টি পুজা মন্ডবের নের্তৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
(শনিবার ২৭ সেপ্টেম্বর) উপজেলার কালাইকুড়ি গ্রামের জিএম এ্যাকুয়া কালচার খামারে জেলা বিএনপির সহ-সভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার আজ সনাতন ধর্মালম্বীদের সাথে এই মত বিনিময় করেন।
সৌরভ কর্মকারের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, আদমদিঘি উপজেলা বিএনপির সহ সভাপতি কামরুল হাসান মধু, সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা,সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী দুলাল,বিএনপি নেতা-খন্দকার মেহেদী হাসান,টুকু,মজনু,জুয়েল,সনাতন ধর্মালম্বী নেতা- বাদল মৈত্র,শ্যামল পাল,রতন কুন্ডু,উত্তম ভৌমিক,কানাই প্রাং,সুদেব ঘোষ,নারায়ন পাল,হারান চন্দ্র সহ বিভিন্ন মন্ডবের নের্তৃবৃন্দ।
পরে ৬৫ টি পুজা মন্ডবে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপি সভাপতি আব্দুল মহিত তালুকদার।
আপনার মতামত লিখুন :