বগুড়ার আদমদিঘী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরীর যোগদান


প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২৪, ৫:৫২ অপরাহ্ন / ১৪৯
বগুড়ার আদমদিঘী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরীর যোগদান

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

(১লা আগস্ট, বৃহস্পতিবার) বিকেলে বগুড়া জেলার, আদমদীঘি উপজেলায় নবনিযুক্ত সহকারি কমিশনার (ভূমি) হিসাবে রাকিব হাসান চৌধুরী যোগদান করেন।

আজ বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী কে বরণ করে নেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, মৎস্য কর্মকর্তা সুজয় পাল, জনস্বাস্থ্য কর্মকর্তা সুলতান মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী সহ বিভিন্ন কর্মকর্তা।

রাকিব হাসান চৌধুরী, বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার এবং বগুড়া সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি হিসেবে আড়াই মাসের মতো দায়িত্ব পালন করেন। বর্তমানে সেখান থেকে আদমদিঘী উপজেলায় সহকারী কমিশনার হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করেন। উল্লেখ্য তিনি একজন ভালো এবং সুনামের সঙ্গে কাজ করেছেন বগুড়ায় তার কাজের জন্য প্রশংসিত হয়েছে।


There is no ads to display, Please add some