এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
বগুড়া জেলার পুলিশ সুপার পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শুক্রবার ৫ জুলাই আদমদীঘি থানা চত্ত্বরে থানা পুলিশের আয়োজনে। বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনুষ্ঠানের শুরুতেই আদমদীঘি থানা পুলিশের পক্ষ থেকে আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার নজরান রউফ ও অফিসার ফোর্সবৃন্দ পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর থানা পুলিশের প্রতিটি পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপারের সাথে কাজ করার স্মৃতিচারণ করে এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। দীর্ঘ তিন বছর বগুড়ার পুলিশ সুপার হিসেবে উল্লেখযোগ্য কার্যক্রমের বিষয়গুলো তুলে ধরে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন।
বিদায়ী অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, জেলা পুলিশের প্রতিটি সদস্য অত্যন্ত আন্তরিকতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। জেলা পুলিশের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের অবদান অনস্বীকার্য। প্রতিটি পুলিশ সদস্যকে অত্যন্ত সতর্কাবস্থায় থেকে বাংলাদেশ পুলিশের পবিত্র পোশাকের সম্মান-মর্যাদা অক্ষুণ্ণ রেখে দায়িত্ব পালনের আহবান করেন পুলিশ সুপার।
পুলিশ সুপার পদোন্নতি সূত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে পরবর্তী কর্মস্থলে যোগদান করবেন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্ত্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম মঈন উদ্দিন’সহ আদমদীঘি থানার অফিসার ও ফোর্সবৃন্দ।
আপনার মতামত লিখুন :