বগুড়া জেলার সাংবাদিকবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৪, ১০:১৫ অপরাহ্ন / ৮৭
বগুড়া জেলার  সাংবাদিকবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

(১১ জুলাই,বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২ টায় পুলিশ ‍সুপারের কার্যালয় বগুড়ার সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাকির হাসান, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া উক্ত মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় পরিচিতি পর্ব শেষে সম্মানিত সাংবাদিকগণ মান‍্যবর পুলিশ সুপার কে স্বাগত জানান এবং অত্র জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে মাদক, জঙ্গিবাদ, অনলাইন জুয়া, কিশোরগ্যাং সহ যেকোন ধরনণর অপরাধের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান। পুলিশ ও সাংবাদিকের পারষ্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার মানসে জেলা পুলিশ, বগুড়া নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রত্যয় নিয়ে কাজ করবে। পরিশেষে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে মত বিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন স্নিগ্ধ আখতার, পিপিএম , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বগুড়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), বগুড়া, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),
মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), বগুড়া, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), বগুড়া,শরাফত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বগুড়া’সহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


There is no ads to display, Please add some