বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের উদ্যোগে নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২২, ৮:৫৮ অপরাহ্ন / ৪২৪
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের উদ্যোগে নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এনামুল হক কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের উদ্যোগে নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

 

 

Error: Contact form not found.

আজ (১২ ডিসেম্বর) সোমবার শহরের শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এবং সংগঠনের সভাপতি সিরাজগঞ্জ ও পাবনা সংরক্ষিত আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নারী নেত্রী-নারী উদ্যোক্তা
সেলিনা বেগম স্বপ্না’র সভাপতিত্বে মহান
বিজয়ের মাস উপলক্ষে নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এডভোকেট শামসুল হক টুকু এমপি। অনুষ্ঠানে
অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ ও কামারখন্দ আসনের জাতীয় সাংসদ অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, সিরাজগঞ্জ-০১ কাজিপুর
আসনের জাতীয় সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনুপ কুমার বড়ুয়া সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুর রাজনৈতিক সকল কার্যক্রম গতিশীল করতে এবং পরাধীনতার শৃঙ্খলা থেকে এ দেশকে মুক্ত করতে পাশে থেকে উৎসাহিত করতেন।
মহান মুক্তিযুদ্ধে তার অবদান অনস্বীকার্য। তার স্মৃতিতে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট প্রান্তীক পর্যায়ে পৌছানোর মাধ্যমে নারী নেতৃত্ব আরো শক্তিশালী হবে বলে জানান। মহান মুক্তিযুদ্ধে জেলার নারী মুক্তিযোদ্ধাদের (১৫ জন) সম্মাননা হিসেবে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও নগদ ৫০০০ টাকা করে সন্মাননা প্রদান করাহয়।

এ/ মনি


There is no ads to display, Please add some