বঙ্গোপসাগরে তিন টি ট্রলার নিখোঁজ, উদ্ধারে বায়ুসেনার হেলিকপ্টার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৪, ৯:৪২ অপরাহ্ন / ২০
বঙ্গোপসাগরে তিন টি ট্রলার নিখোঁজ, উদ্ধারে বায়ুসেনার হেলিকপ্টার

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

গতকাল থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া তিনটি ট্রলার এর খোঁজ পাওয়া যাচ্ছে না।গত  ৮ই সেপ্টেম্বর এবং ৯ ই সেপ্টেম্বর,এফ বি নীল কন্ঠ ও এফ বি শ্রী হরি এবং এফ বি মারিয়া।এর মধ্যে একটি কাকদ্বীপ থেকে রওনা দেয়। বাকি দুই টি ডায়মন্ড হারবার এর ভাগীরথী নদী থেকে রওনা দেয়।

গভীর নিন্মচাপ ও সাথে দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের কারণে উত্তাল সমুদ্রে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকতে বলেছে জেলা প্রশাসন। কিন্তু তাদের কথা তোয়াক্কা না করে ইলিশ মাছ ধরার ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে পাড়ি দেয় তিন টি ট্রলার। কিন্তু গতকাল সব ট্রলার নদী বন্দরে ভিড়লে তিন টি ট্রলার খোঁজ পাওয়া যায়নি।পরে জানা যায় যে মোট ১৯, জন ধীবর, নিয়ে নিখোঁজ হয়েছে তিন টি ট্রলার।

এখন পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। যার ফলে নিখোঁজ তিন ট্রলার এর ধীবর দের উদ্ধার করতে নামানো হয়েছে বায়ুসেনার হেলিকপ্টার। সেই সঙ্গে সুন্দর বন জেলা পুলিশ সুপার শ্রী কোটেশ্বর রাও আই পি এস ও ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস ও ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ সাহেব তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে নিখোঁজ তিন টি ট্রলার এর ধীবর দের উদ্ধার করা যায়। তবে মেঘলা আকাশ ও ভারী বৃষ্টিপাতের কারণে উত্তাল সমুদ্রে ঢেউ কে উপেক্ষা করে বায়ুসেনার হেলিকপ্টার উদ্ধারে এগিয়ে এসেছেন। সাথে সাথেই কাকদ্বীপ মৎস্য জীবী ইউনিয়নের সদস্যরা এবং ডায়মন্ড হারবার মহাকুমা মৎস্যজীবী ইউনিয়ন এর সদস্যরা এগিয়ে এসেছেন। তবে তিনটি ট্রলার নিখোঁজ মৎস্যজীবী দলের সদস্যদের উদ্ধার করতে সবধরনের সহযোগিতা করছেন। অন্যদিকে নিখোঁজ তিন টি ট্রলার এর নিখোঁজ ধীবর পরিবারের সদস্যরা কান্নাকাটি শুরু করে দিয়েছে।তারা ভীড় বাড়িছে কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার মৎস্য আড়ৎ এর পাশে ভাগীরথী নদী পাড়ে।।