বড়লেখায় টিলাকাটার দায়ে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন / ৩৮
বড়লেখায় টিলাকাটার দায়ে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা

বড়লেখায় টিলাকাটার দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা এম এ রশীদঃমৌলভীবাজারের মৌলভীবাজারের বড়লেখায় ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’ এবং ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ এর সংশ্লিষ্ট ধারা অমান্য করে অবৈধভাবে প্রাকৃতিক টিলা কেটে বাড়ির ভিটা তৈরীর দায়ে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর মৌজায় ইসলাম উদ্দিন নামক ভূমি মালিককে আটক করে পরিবেশ অধিদপ্তর। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে তাকে ২ লাখ টাকা জরিমানা আদায় ও ভবিষ্যতে টিলা না কাটার মুচলেকা আদায় করে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার। ইসলাম উদ্দিন উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর গ্রামের আজির উদ্দিনের ছেলে।

জানা গেছে,উপজেলার বিভিন্ন এলাকায় কতিপয় ব্যক্তি আইন কানুনের তোয়াক্কা না করে গণহারে অবৈধভাবে টিলা কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে।এতে জলবায়ু পরিবর্তনসহ বন্যপ্রাণিরা আসাসস্থল হারাচ্ছে।নির্বিচারে টিলা কাটার গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম বুধবার দিনব্যাপি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান।ইসলাম উদ্দিন নামক ভূমির মালিক শ্রমিক দিয়ে উঁচু টিলার মাটি কেটে ভিটা তৈরীর সময় পরিবেশ ইন্সপেক্টর তাকে আটক করেন।পরে (সন্ধ্যায়) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি)মোহাম্মদ আসলাম সারোয়ারের ভ্রাম্যমাণ আদালত তাকে ২ লাখ টাকা জরিমানা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)মোহাম্মদ আসলাম সারোয়ার অবৈধভাবে প্রাকৃতিক টিলা কর্তনের দায়ে ভূমি মালিককে ২ লাখ টাকা জরিমানা করার সত্যতা নিশ্চিত করে বলেন, গণহারে যেভাবে টিলা কর্তন করা হচ্ছে এতে অচিরেই এলাকায় আর পাহাড়-টিলার হদিস মিলবে না। পরিবেশের বিপর্যয় ঠেকাতে নিয়মিতভাবে পাহাড়-টিলা কর্তনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


There is no ads to display, Please add some