বড় ঈদগাহ ফাতেমা (রাঃ) মহিলা মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৪, ৪:০৯ অপরাহ্ন / ১৫৩
বড় ঈদগাহ ফাতেমা (রাঃ) মহিলা মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শহিদুল ইসলাম, ফেনী

সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের বড় ঈদগাঁ ফাতেমা (রাঃ) মহিলা মাদ্রাসার অভিভাবক সমাবেশ বুধবার (২০ নভেম্বর) সকালে মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট ব্যবসায়ী ও মাদ্রাসার সাধারণ সম্পাদক হাজী ওমর ফারুকের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার মাওলানা আবদুল হাই এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রফেসর ড. এম মুজিবুল হক মাসুম, (ইন্টিগ্রেটিভ এন্ড ফাংশনাল মেডিসিন কনসালটেন্ট, আমেরিকা)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওছমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হাকিম, বড় ঈদগাহ ফাতেমা রাঃ মহিলা মাদ্রাসার সহ সম্পাদক এটিএম হাবিবুর রহমান, ওসমানিয়া আলিম মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক মাওলানা মোঃ মোস্তফা, বক্তারমুন্সী শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মমতাজ বেগম, মঙ্গলকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোমিনুল হক ভূঁইয়া, সোনাগাজী উপজেলা সমবায় দলের সভাপতি আকবর হোসেন, ওছমানিয়া আলিম মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক মওলানা তাজুল ইসলাম, ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আবদুল মান্নান ফারুক, ফেনী রিবাতুল মিল্লাত মাদ্রাসার প্রিন্সিপাল ও  বড় ঈদগাহ ফাতেমা (রাঃ) মহিলা মাদ্রাসার শিক্ষা সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, তাকিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ মিজানুর রহমান প্রমুখ। অভিভাবক সমাবেশে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,অভিভাবকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।