[gtranslate]

বরিশাল কৃতী সন্তান স্মৃতি সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৫, ৮:৪৭ পূর্বাহ্ন / ৯৬
বরিশাল কৃতী সন্তান স্মৃতি সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত

এম. জুলফিকার আলী ভূট্টো,
বিশেষ প্রতিনিধি-

গতকাল ১৮ অক্টোবর-২০২৫ খ্রি. শনিবার বিকেল সাড়ে ৩ টায় দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ সভা কক্ষে বরিশাল কৃতী সন্তান স্মৃতি সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি টি. এম জালাল উদ্দীন, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো নুরুল আমিন, সাবেক অধ্যক্ষ ঝালকাঠি সরকারি কলেজ, কবি ও ছড়াকার তপংকর চক্রবর্তী সাবেক অধ্যক্ষ অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল, মো. মাহবুবুর হক, অধ্যক্ষ অমৃত লাল দে মহাবিদ্যালয়, মো. আমিনুল ইসলাম খোকন সাবেক অধ্যক্ষ আতাহার উদ্দিন ডিগ্রি কলেজ, অধ্যাপক দিলারা বেগম, কবি অধ্যাপক ফয়জুন নাহার শেলী, কবি জামাল আজাদ, গবেষক মাহমুদ ইউসুফ, ব্যাংকার মো. আলতাফ হোসেন, কবি সেলিম আহমেদ প্রমুখ।

এ ছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি জিল্লুর রহমান জিল্লু, কবি সুজন হাওলাদার জাকির, কবি বিজন বেপারী, প্রভাষক আমিনুল ইসলাম, মো. মোশারফ হোসেন, মুয়াজ আহমেদ, আবদুল্লাহ, হাবিবুর রহমান, সাথী আহমদ আলোচনা শেষে সংঘের আংশিক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির প্রধান উপদেষ্টা হলেন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি টি. এম জালাল উদ্দীন, সভাপতি হলেন অধ্যাপক মো. নুরুল আমিন, সহ-সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খোকন, অধ্যক্ষ মাহবুবুল হক, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান জিল্লু, সাহিত্য ও গবেষণা সম্পাদক মুয়াজ আহমেদ। জে/এ