বরিশাল বেতারের রজতজয়ন্তী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন


প্রকাশের সময় : জুন ৩০, ২০২৪, ৭:১২ পূর্বাহ্ন / ১৪৭
বরিশাল বেতারের রজতজয়ন্তী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

প্রাচ্যের ভেনিস খ্যাত ধান-নদী-খাল এই তিনে বরিশাল। বরিশাল শহরের রূপাতলী ১৯৯৯ সালের ১২ জুন শুরু হয় বাংলাদেশ বেতার বরিশাল এর শুভ সূচনা হয়। বরিশাল বেতারের রজতজয়ন্তী উপলক্ষে আজ ২৯ জুন-২০২৪ খ্রি. শনিবার ১০ টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ ফারুক, এমপি, প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শওকত আলী, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), বরিশাল, মো. জামিল হাসান বিপিএম-সেবা পিপিএম (বার) ডিআইজি বরিশাল রেঞ্জ, জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম, পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, শহিদুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বরিশাল, সোহরাব হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, বরিশাল, ওয়াহিদুল ইসলাম, বিপিএম, পুলিশ সুপার, বরিশাল, এসডি. তালুকদার মো. ইউনুস, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা, বীর মুক্তিযোদ্ধা কে.এস. এ মহিউদ্দিন মানিক, বীর প্রতীক, সালাউদ্দিন আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক, বাংলাদেশ বেতার। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কিশোর রঞ্জন মল্লিক, আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার বরিশাল। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা, বরিশাল ও ঢাকা বেতারের কর্মকর্তা-কর্মচারী, কলাকুশলী, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, সাংবাদিক, শ্রোতা ক্লাবের সদস্য, সাধারণ শ্রোতাসহ নানা শ্রেণী পেশার অতিথিবৃন্দ।


There is no ads to display, Please add some