বর্ণাঢ্য আয়োজন রামগড়ে বিজয় দিবস উদযাপিত


প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২২, ৯:৪৯ অপরাহ্ন / ৪৩৭
বর্ণাঢ্য আয়োজন রামগড়ে বিজয় দিবস উদযাপিত

মোঃ মোজাম্মেল হোসাইন
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচি পালনের মধ্যে দিয়ে রামগড়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। শুক্রবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে রামগড় লেকপার্কে বিজয় ভাস্কর্য চত্বরে থানা পুলিশের ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা হয়।পরে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘বিজয়’ এর বেদীতে পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারির নেতৃত্বে উপজেলা পরিষদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো.ইখতিয়ার উদ্দীন আরাফাত’র নেতৃত্বে উপজেলা প্রশাসন,রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজিম উদ্দীন’র নেতৃত্বে পুলিশ প্রশাসন,পৌর মেয়র রফিকুল আলম কামালে’র নেতৃত্বে রামগড় পৌরসভা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেনের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড পুষ্পাঞ্জলি অর্পণ করেন। এছাড়াও উপজেলা স্বাস্থ্য বিভাগ, রামগড় প্রেসক্লাব, উপজেলা বিএনপি, মুুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,লেডিস ক্লাব, সরকারি ডিগ্রি কলেজ,সরকারি উচ্চ বিদ্যালয়,বালিকা উচ্চ বিদ্যালয়, আইডিয়াল স্কুল, হর্টিকালচার সেন্টার, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, ত্রিপুরা কল্যান সংসদ,ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম,রামগড় বাজার পরিচালনা কমিটিসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ কর হয়।
পুষ্পাঞ্জলি অর্পণ শেষে বিজয় ভাস্কর্য চত্বরে বীর শহীদদের আত্মার শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিজয় দিবসের কুঁচকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন, জাতীয় পতাকা উত্তোলন ও কুঁচকাওয়াজ পরিদর্শন করেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী,উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো.ইখতিয়ার উদ্দীন আরাফাত,রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।কুঁচকাওয়াজে বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি,ফায়ার সার্ভিস,গার্লস গাইড,স্কাউটস দল,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বালক বালিকা দল অংশ নেন।পরে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীরা মুক্তিযুদ্ধ ও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসচেতনতা বিষয়ক নৈপুণ্যময় ডিসপ্লে প্রদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো.ইখতিয়ার উদ্দীন আরাফাত’র সভাপতিত্বে সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন,ধর্মীয় উপাসনালগুলোতে বিশেষ প্রার্থনা,হাসপাতালে উন্নতমানের ব্যবস্থা করা হয়। বিকেলে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে মহিলাদের ক্রিড়া অনুষ্ঠান ও রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ একাদশ বনাম পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বিজয় ভাস্কর্য প্রাঙ্গনে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান ও কনসার্ট অনুষ্ঠিত হয়। সহকারি শিক্ষা কর্মকর্তা উম্রাচিং ও ওসমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মহান বিজয় দিবসের এসব কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মানস চন্দ্র দাস,রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার,রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ তাপস চৌধুরী ,ওসি (তদন্ত) রাজিব কর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, রামগড় পৌরসভার প্যানেল মেয়র নুর মোহাম্মদ শামিম,মহিলা কাউন্সিলর কনিকা বড়ুয়া,ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর ইফতেখার উদ্দিনসহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, শিক্ষক,জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশে আওয়ামী লীগ রামগড় উপজেলা শাখা ও সকল সহযোগী সংগঠন বিজয় দিবস উদযাপন উপলক্ষে নানান কর্মসূচি পালন করে।সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেনের নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘বিজয়’বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতা-কর্মীরা।পরে অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় উপজেলা পৌর ও অন্যান্য শাখা কমিটির আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজয় দিবস উদযাপন উপলক্ষে সকালে বিজয় ভাস্কর্যে পুষ্প মাল্য অর্পনের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় রামগড় প্রেসক্লাবে পক্ষ থেকে। পরে ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক শুভাশিস দাশ, ফয়েজ আহমেদ মিলন,বাহার উদ্দিন,এমদাদ খান,মোঃ মোজাম্মেল হোসাইন।


There is no ads to display, Please add some