বল দেখি


প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৪, ৬:১৭ অপরাহ্ন / ৫৯
বল দেখি

কবিতা

বল দেখি
খোন্দকার মোঃ ওয়ালী উল্লাহ্

কেমন করে বরফ নিয়ে
মেঘ শুন্যে ভাসে
আছে কি তাহার হাত-পা
দেখেছ কি কেহ কভূ ক্ষণে

কার আদেশে বাতাস-মেঘ তাড়িয়ে বেড়ায়,
কোথায় গিয়ে ধাক্কা খেলে
মেঘ তখনই গর্জে, দেখ- সময় বুঝে
ফোটায় ফোটায় বৃষ্টি ফেলে

ঐ ফোটাতে দেয় সাড়া
বৃক্ষ তরু লতা
সবুজ শ্যামল বিশ্ব ভূবন
নানান রঙে আঁকা।

অভাবীদের অভাব আসে
ভাসায় চোখের জল
না জানি কোন ঘর ভাঙ্গে
গড়িয়ে পড়া জলের মাঝে

শান্তি ফিরায় কে মনে?
বদস্বভাবী হাসির ছলে
পায় ভূবনে অশান্তি অগ্নি সম
শরীর রসাতলে।

মাঠ জলেতে ভাসায় যখন
নদীর বুকটা উঠলে ফুঁসে
মাছ গুলো সব নাচে
সেই নাচে তে মাছ পিয়াসের মেলা

পানকৌড়ি রা করে খেলা
মন আনন্দে খাওয়ার আশা।
বল দেখি-
কোথায় আছে শেষ ঠিকানা?

যতই কর ভাব ভাবনা
দম্ভ ক্ষমতার
সময় তোমার ফুরিয়ে গেলে
মাটিই কি নয় শেষ ঠিকানা।।