আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
২০২৪-২৫ খ্রিঃ অর্থবছর আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের মাছুয়াকান্দিতে মালচিং পদ্ধতিতে টমেটো চাষে কৃষকের মাঠ দিবস পালন করা হয়। সদর উপজেলা কৃষি অফিসারের কার্যালয় সিরাজগঞ্জের আয়োজনে,
সোমবার (১০ মার্চ) সকাল ১১ টা হতে দুপুর পর্যন্ত ইউনিয়নের মাছুয়াকান্দি মোঃ চাঁদ মিয়া কুষকের মাঠেতে মালচিং পদ্ধতিতে টমেটো চাষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্থানীয় কৃষক মাতব্বর মোঃ আমজাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইদী রহমান এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ জনপ্রিয় হয়ে উঠেছে এ পদ্ধতিতে টমেটো চাষে অধিক ফলন আসে।মালচিং পদ্ধতিতে টমেটো চাষে জমিতে তেমন আগাছা জন্মাাতে পারে না। জমির ঊর্বরশক্তি বৃদ্ধি পায়। সেচের অতিরিক্ত পানিতে বিনষ্ট হয় না। অনেক ফলন বেশি হয়। উৎপাদন খরচ কম লাগে। জমিতে বাড়ির আঙ্গিনায় আগাম জাতের টমেটো চাষ করে কৃষক-কৃষাণীরা বা চাষীরা লাভবান হচ্ছে। মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করার জন্য কৃষি অফিস থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগীতা দেওয়া হয়।
উক্ত কৃষকের মাঠ দিবস অনুষ্ঠান পরিচালনা করেন, সদর উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম। এ সময়ে সদর উপজেলা কৃষি অফিসের ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, মোঃ তারিকুল ইসলাম, এস. এম শাহীন আলম সহ প্রায় ২৫০ জন কৃষক-কৃষাণীরা, স্থানীয় গন্যমান্যদের অনেকে উপস্থিত ছিলেন। উক্ত কৃষক মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠানে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদন নিয়ে আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :