বাংলাদেশের কক্সবাজার সীমান্তে জন্ম হচ্ছে নতুন স্বাধীন দেশ “আরাকান”!


প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৪, ১:৪৮ অপরাহ্ন / ১৭৩
বাংলাদেশের কক্সবাজার সীমান্তে জন্ম হচ্ছে নতুন স্বাধীন দেশ “আরাকান”!

আহমদ ফজলুর রহমান মুরাদ 

বাংলাদেশের পাশে জন্ম নিতে যাচ্ছে নতুন একটি স্বাধীন রাষ্ট্র আরাকান! যে কোন সময় আত্নপ্রকাশ ঘটতে পারে দেশটির। প্রায় দেড় দশক আগে আরাকান আর্মি তৈরি হয়। প্রতিষ্ঠার মাত্র দেড় দশকের কম সময়ের মধ্যে দেশটির সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইন আর্মি তৈরি করতে যাচ্ছে নতুন দেশ।

সরকারি বাহিনীকে রীতিমত পরাজিত করে তারা পুরো অঞ্চল দখল নিয়েছে এই আর্মি। সর্বশেষ মংডু দখল করার মধ্য দিয়ে তারা মিয়ানমার সেনাবাহিনীর শেষ ঘাঁটির পতন ঘটায়। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যেকোন সময় স্বাধীনতার ঘোষণা দিতে পারে রাখাইন আর্মি। সবমিলিয়ে খুব দ্রুত হয়তো আত্নপ্রকাশ হতে যাচ্ছে কক্সবাজারের পাশে নতুন একটি দেশ “আরাকান”।

ইতোমধ্যে ভারত-চীনের মতো দেশগুলো যোগাযোগ শুরু করেছে আরাকান আর্মির সাথে। তৎপর রয়েছে যুক্তরাষ্ট্রও। রাজনৈতিক পট পরিবর্তনের অস্থিরতার মধ্যেই আরো বড় ঘূর্ণাবতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে বাংলাদেশ পড়তে পারে ভৌগলিক সম্পর্কের নতুন সমীকরণে। বাংলাদেশের সাথে থাকা মিয়ানমারের ২৭০ কিলোমিটারের সীমান্ত এখন পুরোটাই রাখাইন আর্মির দখলে।এ নিয়ে বাংলাদেশের খুব সতর্ক কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ প্রয়োজন। জাতীয় ঐক্যমত তৈরি হওয়া দরকার।।


There is no ads to display, Please add some