[gtranslate]

বাংলাদেশের মেয়েদের দাপুটে জয়, পাকিস্তানকে উড়িয়ে দিল ৭ উইকেটে


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন / ৭১
বাংলাদেশের মেয়েদের দাপুটে জয়, পাকিস্তানকে উড়িয়ে দিল ৭ উইকেটে

স্পোর্টস ডেস্ক:

টানা দ্বিতীয়বার নারীদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার (তারিখ) অনুষ্ঠিত ম্যাচে নিগার সুলতানারা জিতেছে ৭ উইকেটের বড় ব্যবধানে।

প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নারী দল ৩৮.৩ ওভারে গুটিয়ে যায় মাত্র ১২৯ রানে। ইনিংসের প্রথম ওভারেই মারুফা আক্তারের আগুন ঝরানো বোলিংয়ে ধাক্কা খায় পাকিস্তান। এক বলের ব্যবধানে ফেরেন উমাইমা সোহেল ও সিদরা আমিন। এরপর মুনিবা আলি (১৭), রামিন শামিম (২৩), অধিনায়ক ফাতিমা সানা (২২) ও ডায়ানা বেগ (১৬*) কিছুটা প্রতিরোধ গড়লেও বড় সংগ্রহ গড়া হয়নি তাদের।

বাংলাদেশের হয়ে সেরা বোলার ছিলেন স্বর্ণা আক্তার। তিনি মাত্র ৩.৩ ওভারে ৩ মেডেনসহ ৫ রান দিয়ে নেন ৩ উইকেট। নাহিদা আক্তার ২ উইকেট নেন ৮ ওভারে ১৯ রানে। মারুফা আক্তারও শুরুতে তুলে নেন ২ উইকেট। এছাড়া নিশিতা আক্তার নিশি, রাবেয়া খাতুন ও ফাহিমা খাতুন পান একটি করে উইকেট।

১৩০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। ফারজানা হক ফেরেন মাত্র ২ রান করে। তবে অভিষেকেই আলো ছড়ালেন রাবেয়া হায়দার। তিনি ৭৭ বলে ৫৪ রান করেন ৮টি চারের সাহায্যে এবং অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। অধিনায়ক নিগার সুলতানা ২৩ রান করে ফিরলেও সোবহানা মোস্তারির ঝোড়ো ২৪ রান (১৯ বলে ৬ চার) দ্রুত জয় নিশ্চিত করে দেয় বাংলাদেশকে।

বাংলাদেশ নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ৩১.১ ওভারে, হাতে থাকে ৭ উইকেট। পাকিস্তানের হয়ে ডায়ানা বেগ, ফাতিমা সানা ও রামিন শামিম একটি করে উইকেট নেন।

এই জয়ে টানা দ্বিতীয়বার ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারাল বাংলাদেশ নারী দল। রাবেয়া হায়দারের অভিষেক ফিফটি এবং বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স ম্যাচটিকে রঙিন করে তুলেছে নিগার সুলতানাদের জন্য।