[gtranslate]

বাংলাদেশে প্রথমবারের মতো ট্রিপল-প্লে ও কোয়াড-প্লে সেবা আনছে বিটিসিএল


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন / ১০৮
বাংলাদেশে প্রথমবারের মতো ট্রিপল-প্লে ও কোয়াড-প্লে সেবা আনছে বিটিসিএল
ডেস্ক রিপোর্ট :

ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। দেশের সরকারি এই শীর্ষ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এবার প্রথমবারের মতো নিয়ে আসছে ট্রিপল-প্লে এবং কোয়াড-প্লে সেবা। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করতে এবং যোগাযোগের জগতে নতুন মাত্রা যোগ করতে বিটিসিএল ডিভাইস, ভয়েস, ডেটা ও এন্টারটেইনমেন্ট এক্সেসকে একসঙ্গে নিয়ে আসবে। এ সেবার মাধ্যমে সীমিত ভয়েস, ডেটা বা ডিভাইস ব্যবহারের বাধা ভেঙে নতুন অভিজ্ঞতা পাওয়া যাবে।

ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, “আমরা চাই মানুষের যোগাযোগ ও বিনোদনে আর কোনো সীমাবদ্ধতা না থাকুক। বিটিসিএলের এই নতুন উদ্যোগ দেশের টেলিযোগাযোগ খাতে বিপ্লব ঘটাবে।”

বিটিসিএল জানায়, নতুন এই সেবার আওতায় এমভিএনও মোবাইল সিম ও বিটিসিএল আলাপ আইফোন অ্যাপ-এর মাধ্যমে শর্তসাপেক্ষে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা মিলবে। পাশাপাশি বিটিসিএল জীপন ও আইএসপি সংযোগ দিয়ে থাকবে আনলিমিটেড ডেটা। বিনোদনের জন্য অপশনাল ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে বঙ্গ, চর্কি ও হইচই যুক্ত থাকবে। পরবর্তীতে নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমও যুক্ত হতে পারে, যা দেশের ওটিটি পাইরেসি রোধে বড় ভূমিকা রাখবে।

ডিভাইসের এক্সেস সহজ করতে মাত্র ৫০০ টাকা কিস্তিতে এক বছরের প্যাকেজে স্মার্টফোন হ্যান্ডসেট দেওয়ার পরিকল্পনাও নিয়েছে বিটিসিএল। শুরুতে গ্রাহকদের সামান্য ডিপোজিট জমা দিতে হবে।

অক্টোবরে বিটিসিএল আনুষ্ঠানিকভাবে এ সেবার বিস্তারিত তথ্য গণমাধ্যমের সামনে উপস্থাপন করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের টেলিকম সেবায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে এবং গ্রাহকরা একসঙ্গে ভয়েস, ডেটা, ডিভাইস ও বিনোদনের পূর্ণাঙ্গ অভিজ্ঞতা পাবেন।