বাংলাদেশ বেতারের উপস্থাপক মীর আহসান হাবীব বাপ্পি’র গীত রচনায় গাইলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা


প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন / ৬৬
বাংলাদেশ বেতারের উপস্থাপক মীর আহসান হাবীব বাপ্পি’র গীত রচনায় গাইলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা

এম. জুলফিকার আলী ভূট্টো,
বিশের প্রতিনিধি-

দেশের প্রখ্যাত ও জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা
এবার গাইলেন বাংলাদেশ বেতারের জনপ্রিয় উপস্থাপক মীর আহসান হাবীব বাপ্পী’র লেখা গান। বাংলাদেশ বেতারের পরিচালক অর্থ ও প্রশাসন রুবাইয়াত শামীম চৌধুরী’র সুরে “মন থেকে যখন দিয়েছো ফেলে” গানটির সংগীত আয়োজন করেছেন ইবনে রাজন। গানটি রেকর্ডিং করা হয়েছে গত ২৮ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখে। বিগত ২০০৯ সালে বাংলাদেশ বেতারের জনপ্রিয় উপস্থাপক মীর আহসান হাবীব বাপ্পী গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন। এই গীতিকার ২০১২ সালে বাংলাদেশ বেতারের উপস্থাপক হিসেবে যোগদান করেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে। গানটির গীতিকার ধীতপুর, ভালুকা, ময়মনসিংহে জন্মগ্রহণ করেন।

গান প্রসঙ্গে দিলশাদ নাহার কনা বলেন, গানটি রেকর্ড করা হয়েছে বাংলাদেশ বেতারের জন্য। বেতারের জন্য গাইতে পারা সব সময়ই অন্য রকম আনন্দের। আশা করছি, নতুন এ আধুনিক গানটি সবার ভালো লাগবে।

আধুনিক এই গানটি সম্পর্কে গানের গীতিকার বাংলাদেশ বেতারের উপস্থাপক মীর আহসান হাবিব বাপ্পী বলেন-এটি একটি স্যাড রোমান্টিক গান। যে গান শুনলে মানুষের মনে এবং কানে আরাম লাগে ঠিক সে রকম একটি গান। আর কনা তো সব সময়ই দুর্দান্ত গায়, এই গানটিও তিনি চমৎকার গেয়েছেন। রুবাইয়াত শামীম চৌধুরীর সুরে, ইবনে রাজন এর (Ibne Khaldun Razon) সংগীতা আয়োজনে গানটি আশা করি শ্রোতাদের ভালো লাগবে! জানা যায় এই আধুনিক গানটি বাংলাদেশ বেতারে এ মাসের প্রথম দিকে প্রচারিত হবে।