
স্টাফ রিপোর্টারঃ ওপার বাংলার কবি জাসমিন খাতুন একজন লব্ধ প্রতিষ্ঠিত লেখিয়ে। তাঁর লেখায় সমকালিন বিষয় ও জীবনবোধ গভীর ভাবে ধরা পড়েছে।সেই ঋদ্ধ কবি জাসমিন এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।ব-দ্বীপ বাংলাদেশ এর অফিসে পাঠানো শুভেচ্ছা বার্তাটি তুলে ধরা হলো।
“বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে বিশিষ্ট কবি ও সুপ্রতিষ্ঠিত গণমাধ্যম ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন ভাইয়ের দায়িত্বগ্রহণে আন্তরিক শুভেচ্ছা ও অন্তরঙ্গ অভিনন্দন জানাই।
এই গুণীপ্রাজ্ঞ মানুষের দক্ষ নেতৃত্বে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি অঙ্গন আরও আলোকিত, গভীরতর ও সৃজনসমৃদ্ধ হয়ে উঠবে—এই প্রত্যাশা রাখি। ❤️ব্যক্তিগতভাবে এটি আমার জন্য এক বিরল সৌভাগ্যের মুহূর্ত যে, আমি—ভারতবর্ষের কবি জাসমিনা খাতুন এবং টরোন্টোপ্রবাসী কবি জান্নাতুল নাইমের যৌথ কাব্যগ্রন্থ “রাঙ্গামাটি রাজবাড়ী”-র মোড়ক উন্মোচন, বাংলা একাডেমির একুশে বইমেলায়, এই শ্রদ্ধেয় কবিরই হাতে সম্পন্ন হয়েছিল।সেই মুহূর্ত আজও স্মরণীয়, প্রেরণাময়।
এই অনন্য সুযোগটির সেতুবন্ধন যিনি করে দিয়েছিলেন, সেই প্রতিবিম্ব প্রকাশনীর শ্রদ্ধেয় কর্ণধার, কবি আবুল খায়ের ভাইকে জানাই অকুণ্ঠ কৃতজ্ঞতা ও অন্তর থেকে ধন্যবাদ।
আমাদের বইটি “প্রতিবিম্ব প্রকাশনী” থেকেই প্রকাশিত হয়েছে, এবং খায়ের ভাইয়ের অন্তর্দৃষ্টিসম্পন্ন শুভেচ্ছাবাণী গ্রন্থের সৌন্দর্যকে আরও বিশিষ্ট করে তুলেছে। ❤️
শুভ কামনায়, কবি জাসমিন খাতুন
রামপুরহাট,বীরভূম,ভারত।
আপনার মতামত লিখুন :