
বাকেরগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো বহুল প্রচারিত স্থানীয় দৈনিক বাংলাদেশ বানী পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টায় আয়োজিত হয় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
র্যালিটি বাকেরগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়। র্যালিতে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান খান সালাম ও দৈনিক বাংলাদেশ বানীর উপজেলা প্রতিনিধি বেল্লাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি গোলাম মোস্তফা, সহ-সভাপতি জাকির জোমাদ্দার, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম সুজন।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহ-সভাপতি সোহেল হাসান মুসা, নির্বাহী সদস্য অধ্যাপক লুতফর রহমান, সাংবাদিক বাদশা ফয়সাল সবুজ, মাই টিভি প্রতিনিধি মিজানুর রহমান, মোহনা টিভি প্রতিনিধি শাখাওয়াত হোসেন, এশিয়ান টিভির জহিরুল ইসলাম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি জাহিদুল ইসলাম, দৈনিক সকালের সময় প্রতিনিধি মাইনুল ইসলাম, দৈনিক ডেসটিনির প্রতিনিধি বেল্লাল হোসেন, স্বাধীন দিগন্তের মেহেদী হাসান, দৈনিক আজকের বরিশাল প্রতিনিধি রাজিব হোসেন, দৈনিক দক্ষিণের কাগজ প্রতিনিধি জাকির হোসেন, দক্ষিণবঙ্গ পত্রিকার কামরুল ইসলাম টিপু, আবুল বাশার, নাজমুল ইসলাম মুন্না, মিজানুর রহমান, আরিফুল খান ও রাশেদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দৈনিক বাংলাদেশ বানী বর্তমানে স্থানীয় সংবাদ পরিবেশনায় পেশাদারিত্ব ও মানের দিক থেকে শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যম হিসেবে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। ভবিষ্যতে পত্রিকাটি জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, একটি নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদমাধ্যম সমাজ পরিবর্তনের হাতিয়ার। বাংলাদেশ বানী সেই ভূমিকা রাখছে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে। অনুষ্ঠানে বক্তারা পত্রিকাটির ক্রমবর্ধমান সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
উৎসবমুখর পরিবেশে শেষ হওয়া এই আয়োজনটি বাকেরগঞ্জের সাংবাদিক মহলে এক অনুপ্রেরণাদায়ক মিলনমেলায় পরিণত হয়।
আপনার মতামত লিখুন :