বাঘাইছড়িতে পৌর ২নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ন / ৭৯
বাঘাইছড়িতে পৌর ২নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ মহিউদ্দিন,
বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বুধবার (১২ মার্চ) পৌরসভার ২নং ওয়ার্ডস্থ আয়নামতি আজিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সহ উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ২নং ওয়ার্ড বিএনপির সদস্যরা উপস্থিত ছিলেন।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা জানান বিএনপি জন মানুষের দল তাই জনসাধারণ কে নিয়ে ওয়ার্ড পর্যায়ে ইফতার ও দোয়া মাহফিলের নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তারই ধারাবাহিকতায় আমরা আজ ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণকে ইফতার করলাম এর আগে ১ ও ৪ নং ওয়ার্ডে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এবং পৌরসভার প্রতি ওয়ার্ডেই এই কর্মসূচি বাস্তবায়িত হবে।


There is no ads to display, Please add some