[gtranslate]

বাঘাইছড়িতে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজার সমাপ্তি


প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৫, ১১:০১ অপরাহ্ন / ৭৪
বাঘাইছড়িতে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজার সমাপ্তি
মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো সনাতন ধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা।  বৃহস্পতিবার, ২ অক্টোবর বিকেলে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয় এবারের বিজয় দশমী। এ দিন সকাল থেকে পুষ্পাঞ্জলি, সিদুর সাজ ও নানা উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ঢাক ঢোল বাজিয়ে দেবীদের ঘোরানো হয় কাচালং নদীতে। এ সময় হাজারো ভক্তগণ নদীর দুই পাশে ভীড় জমায়। পরে সন্ধ্যায় কাচালং নদীতে পরিক্রমা শেষে প্রতিমা বিসর্জ্জন দিয়ে শারদীয় দূর্গা উৎসব সমাপ্তি করা হয়। দিন ব্যাপি দেবি দুর্গাকে বিসর্জনকে ঘিরে আইন-শৃঙ্খলা  নিরাপত্তা জোরদার ছিলো চোখে পড়ার মতো। এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলার পূজা উদযাপন পরিচালনা কমিটির সভাপতি জীবন সরকার বলেন, উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে ও প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে এবার শারদীয় দূর্গা উৎসব সমাপ্তি করতে পেরেছি। বাঘাইছড়ি উপজেলা প্রশাসন, ২৭ বিজিবি মারিশ্যা জোন, বাঘাইছড়ি থানা ও আনসার ও ভিডিপিসহ সকল দপ্তরের কর্মকর্তাকে জানাই আন্তরিক ধন্যবাদ।