বাঘাইছড়িতে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রাসারণ কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৫, ২:৫৬ অপরাহ্ন / ৪১
বাঘাইছড়িতে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রাসারণ কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ মহিউদ্দিন,
বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙামাটি বাঘাইছড়িতে দুই দিন ব্যাপি মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রাসারণ প্রকল্পের আওতায় কৃষি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৯ মার্চ বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে, উপজেলা কৃষি সম্প্রাসারণ সভা কক্ষে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষক-কৃষাণীদেন মাধ্যমে মসলা উন্নত জাত ও প্রযুক্তি উন্নয়ন মাধ্যমে আওতায় বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বাঘাইছড়ি উপজেলার পৌরসভাসহ ৮ টি ইউনিয়ন থেকে ৩০ জন কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান করা হয়,পরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রাসারণ আওতায় প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়।

এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিদ্বার্থ রায়।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় ১৮ কোটি মানুষের বাস। দিন দিন আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। বর্তমানে পাহাড়ে যেসব আনাবাদি জমি রয়েছে, এ জমির সর্বোচ্চ ব্যবহার আমাদের করতে হবে। যাহাতে মসলা চাষ করে লাভবান হওয়া যায়। বক্তারা আরো বলেন, পাহাড়ে এক ইঞ্চি জমি অনাবাদি থাকবে না।আমাদের বিভিন্ন আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়িয়ে মসলা চাষের উপর উৎপাদন বাড়ানোর উপর জোর দিতে হবে।


There is no ads to display, Please add some