বাঘায় নারী উদ্যোক্তাদের নিয়ে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।


প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২২, ৪:২৭ অপরাহ্ন / ৩৮৫
বাঘায় নারী উদ্যোক্তাদের নিয়ে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি।

“উদ্যোক্তা উন্নয়নে উদ্দীপন” এই স্লোগানে রাজশাহীর বাঘায় উদ্দীপন এনজিও’র অফিস চত্বরে বাছাইকৃত নারী উদ্যোক্তাদের নিয়ে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৫ অক্টোবর) সকাল ১০টায় অনুকূল ফাউন্ডেশনের সহায়তায় উদ্দীপন রাজশাহী পুঠিয়া আঞ্চলের বাঘা শাখা এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

ছাগল পালন বিষয়ক প্রশিক্ষক আলোচনায় ছিলেন,উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা (ভিএস) মোঃরোকনুজ্জামান। তিনি ছাগল পালন নিয়ে বিস্তারিত আলোচনা করেন নারী উদ্যোক্তাদের মাঝে।ছাগলের খাদ্য,রোগ নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহন ও ঔষধ খাওয়ানোসহ বিভিন্ন দিক তুলে ধরেন।

ছাগল পালনে অর্থিক উন্নয়নের বিষয়ে উপস্থিত কর্মকর্তাগন সংক্ষিপ্ত আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক-২ মোঃ জাহিদুল ইসলাম, অনুকূল ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা মনিটরিং মোঃ দিদার হোসেন, সহকারি পরিচালক ও জোনাল ম্যানেজার মোঃ নূরুল ইসলাম, রাজশাহী পুঠিয়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ বেলাল হোসেন, বাঘা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভিএস) মোঃ রোকনুজ্জামান, রাজশাহী জোনের এফ পি ও লাইভষ্টক উম্মে কুলসুম, বাঘা শাখার ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলামসহ সকল অফিস স্টাফ প্রমুখ

এ/ মনি ২১