

মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:
পার করছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাল্য বিয়ের বয়স অতিক্রম করে আকাশ ছোঁয়া স্বপ্ন দেখছেন ৩৬ কিশারী। তাদেরকে স্বপ্ন সারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ (২২ অক্টোবর) বুধবার বেলা ১১ টায় পার্বতীপুর বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রাকের আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, জেলা সমন্বয়ক অমল কুমার দাস, এরিয়া ম্যানেজার আমিরুল ইসলাম ও আইয়ুব আলী প্রমুখ। জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১০টি গ্রাম পরিচালিত কিশারী ক্লাব ২৫০ জন কিশোরী সদস্য রয়েছে। যারা সবাই দরিদ্র পরিবারের শিক্ষার্থী। তারা পরিবারের নানামুখী চাপের পরও ৪-৫ বছর ধরে বাল্য বিয়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছেন। এদর মধ্যে এ বছর ৩৬ জন সফল হয়েছেন। তাদেরকে ব্রাকের পক্ষ থেকে পুরষ্কার ও সনদ তুলে দেওয়া হয়। পুরষ্কার পাওয়া কালিকাপুর গ্রামের কলেজ ছাত্রী রুমাইয়া আক্তার বলেন, তার পরিবার তাকে অনেক বার বাল্য বিয়ে দেওয়ার উদ্যােগ গ্রহন করেন। কিন্তু আমি ক্লাবের সদস্য হিসেবে বাল্য বিয়ে না করতে বরাবরই অনঢ় ছিলাম। আজ সফল হয়েছি। এখন আমি লেখাপড়া চালিয় যাবো। ছাত্রী বর্ষা রানী বলেন, তার পরিবার দরিদ্র হওয়ার কারণে তাকে অনেক বার বিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু কেউ আমাকে গলাতে পারেনি। বাল্য বিয়ে হয়ে গেলে আমি আর এ বছর এসএসসি পরীক্ষা দিতে পারতাম না। ক্লাবের মাধ্যমে আমার মত মেয়েরা বাল্য বিয়ের ক্ষতিকর দিক গুলো বুঝতে শিখছি। জে/এ
আপনার মতামত লিখুন :